Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

উপজেলা পর্যায়ে বার্ষিক কৃষি সম্প্রসারণ পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন এ দপ্তরের মূল কাজ। ক্রমহ্রাসমান চাষযোগ্য জমি থেকে ক্রমবর্ধমান জনগোষ্ঠির খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষকের চাহিদা অনুযায়ী প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত তিন বছরে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় চাল, গম, ভূট্টা, ও আলুসহ শাকসবজির উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে।

 

  •  ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থ বছরে চালের উৎপাদন যথাক্রমে ৬৫৮০০ মে.টন, ৬৬০০০ মে.টন ও  ৬৬৫০০ মে.টন। গমের উৎপাদন যথাক্রমে ২৭২ মে.টন, ২৭৫ মে.টন ও ২৭৮ মে.টন এবং ভূট্টার উৎপাদন যথাক্রমে ১২২৮ মে.টন, ১২৩৪ মে.টন   ও ১২৩৬মে.টন।
  • লাগসই আধুনিক প্রযুক্তি বিষয়ে মোট ৩৬০০ কৃষক-কৃষাণীকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 
  • কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রণয়ন ৪০ হাজার ৪ শত ৬০টি।
  •  ২০১৯-২০ অর্থ বছরে উফশী আউশ ধানে ১২৫০ জন প্রণোদনা প্রাপ্ত কৃষকের জমির পরিমাণ-১২৫০ বিঘা।
  •  ২০১৯-২০ অর্থ বছরে ২২৪ টি পারিবারিক সবজি ও পুষ্টি বাগান সৃজিত হয় (প্রতিটি ১ শতক)