Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বালাই নাশকের খুচরা ও পাইকারি বিক্রেতার লাইসেন্স প্রদান
বিস্তারিত

বিস্তারিত


সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

 

উপজেলা  ও জেলা পর্যায়ের কৃষি অফিস

১। উপজেলা কৃষি কর্মকর্তা

২। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

৩। SAPPO

উপজেলা  ও জেলা পর্যায়ের কৃষি অফিস

১০-1৫ দিন

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

আবেদনকারী কর্তৃক খুচরা লাইসেন্সের আবেদনপত্র দাখিল করেন। পরিদর্শক কর্তৃক আবেদনকারীর বিষয়টি সরেজমিনে যাচাই করে ইউএও-এর নিকট প্রতিবেদন দাখিল করেন। সকল কাগজপত্রসহ আবেদন জেলায় প্রেরণ করা হয়। জেলাতে উপ-পরিচালকের  আনুমোদনের পর পিপিএস কর্তৃক লাইসেন্স প্রদান করে উপজেলা অফিসে প্রেরণ করা হয়। অত:পর উপজেলা অফিসে হতে আবেদনকারীকে লাইসেন্স সরবরাহ করা হয়ে থাকে।

সেবা প্রাপ্তির শর্তাবলি

ট্রেড লাইসেন্স, দোকান ও গুদাম থাকতে হবে

প্রয়োজনীয় কাগজপত্র

ক) আবেদনপত্র

খ) ৩০০/১০০০ টাকার ট্রেজারি চালান (খুচরা ৩০০/- এবং পাইকারি ১০০০/-)

গ) ট্রেড লাইসেন্স সনদপত্রের সত্যায়িত কপি

ঘ) গুদাম/দোকানের কাগজের সত্যয়িত কপি

ঙ) আবেদনকারীর ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি

চ) জাতীয় পরিচয়পত্র/ নাগরিকত্বের সনদ

ছ) পাইকারি লাইসেন্সের ক্ষেত্রে আয়কর সনদপত্রের সত্যায়িত কপি

জ) আইনানুসারে অঙ্গীকারনামা

ঝ) নিজস্ব ঘর না হলে ভাড়ার চুক্তি পত্র

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

বিনামূল্যে

সংশ্লিষ্ট আইন-কানুন/বিধি-বিধান/নীতিমালা

কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল অনুযায়ী

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

) নাগরিক পর্যায়

১। বালাইনাশকের  ক্ষতির ব্যবহার বিষয়ক জ্ঞানের অভাব

২। যথাযথ বালাইনাশক ব্যবহারে কৃষকের বিভ্রান্তি

) সরকারি পর্যায়

জনবলের  অভাব

বিবিধ/অন্যান্যঃ

 


ডাউনলোড