বিস্তারিত
|
||||
সেবা প্রদানকারী অফিসের নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী |
সেবা প্রাপ্তির স্থান |
প্রয়োজনীয় সময় |
|
উপজেলাও জেলা পর্যায়ের কৃষি অফিস
|
১। উপজেলা কৃষি কর্মকর্তা ২। অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫। SAAO |
উপজেলাও জেলা পর্যায়ের কৃষি অফিস
|
১০-১৫ দিন |
|
সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ |
কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকরণাদি কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য এবং উৎপাদন খরচ কমানোর জন্য বিভিন্ন সময় সরকারের দেয়া ভর্তুকি উপকরণাদি কৃষকদের মধ্যে বিতরণের লক্ষ্যে - সরকারি আদেশ মোতাবেক জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি কর্তৃক উপজেলা ভিত্তিক বিভাজন করা হয়। - উপজেলা কমিটি কর্তৃক কার্যক্রম গ্রহণ ও ইউনিয়নভিত্তিক বিভাজন করা হয়। - খসড়া তালিকা তৈরি ও ইউনিয়ন পর্যায়েয় সভায় অনুমোদন এবং উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়ে থাকে। - প্রাপ্ত খসড়া তালিকা উপজেলা পর্যায়ে সভা ও উপজেলা কমিটি কর্তৃক অনুমোদন করা হয়। - জেলা কমিটিতে অনুমোদন ও উপজেলা ভিত্তিক বরাদ্দ দেয়া হয়। - ইউনিয়ন ভিত্তিক চূড়ান্ত বরাদ্দ ও বিতরণের স্থান ও তারিখ নির্ধারণ করে থাকে। অত:পর কৃষককে অবহিতকরণ ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা প্রদান বা ডিলারের মাধ্যমে উপকরণ বিতরণ করা হয়। |
|||
সেবা প্রাপ্তির শর্তাবলি |
প্রকৃত কৃষক হতে হবে |
|||
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজন নাই |
|||
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ |
বিনামূল্যে |
|||
সংশ্লিষ্ট আইন-কানুন/ বিধি-বিধান/ নীতিমালা |
কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল, কৃষি সম্প্রসারণ নীতিমালা ও সরকারি নীতিমালা |
|||
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
|
|||
সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ |
ক) নাগরিক পর্যায় |
১। ছবি উত্তোলন ও ব্যাংকে গিয়ে একাউন্ট খুলতে কৃষকদের অনীহা ২। ক্ষতির তুলনায় কৃষি পুনর্বাসনের অপ্রতুলতা ৩। সব ধরনের কৃষক এ সুবিধা পায় না |
||
খ) সরকারি পর্যায় |
১। বাজেটের অভাব ২। পৃথক বাজেট বরাদ্দ থাকে না |
|||
বিবিধ/অন্যান্য |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস